ফরিদপুরের বোয়ালমারীতে এক কসাইয়ের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরাই গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে জেরার মুখে কৌশলে পালিয়ে যান কসাই কাবুল সরদার। রবিবার (২২ মে) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা বাজারে।
জানা যায়, উপজেলার পরমেশ্বরদী গ্রামের স্বামী পরিত্যক্তা সকুরন বেগমের (৪৫) লাল রংয়ের একটি দুই বছর বয়সী বকনা গরু শনিবার (২১ মে) রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। পরের দিন রবিবার সকালে ওই গরু জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিলেন পরমেশ্বরদী গ্রামের আদম সরদারের ছেলে কসাই কাবুল সরদার (৫০)। এ সময় গরুর মালিক সকুরনসহ স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা গরু বিক্রেতার পরিচয় জানতে চান। জবাবে গরুটির বিক্রেতা হিসেবে একই গ্রামের ইকতার মোল্যার নাম বলেন। কিন্তু ওই গ্রামে ইকতার মোল্যা নামে কোনো লোক নেই।
গরুর মালিক সকুরন বেগমের ভাই দবির ফকির জানান, শনিবার গভীর রাতে আমার বোন সকুরন বেগম ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখে গরু নাই। পরে আমরা খোঁজাখুঁজি শুরি করি। সকালে জয়পাশা বাজারে গিয়ে দেখি ওই গরুর মাংস বিক্রি করছে কসাই কাবুল সরদার।
এ ব্যাপারে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে কসাইকে পাইনি। স্থানীয় মাতুব্বর এবং তার আত্মীয় স্বজনকে রবিবার দিনের মধ্যে কসাই কাবুলকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর