খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে মানববন্ধনে অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, এই সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী তার নিজ জেলা ঝিনাইদহে যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রী শিক্ষক, সহপাঠী, বাবা-মা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘটনা শেয়ার করেন। পরবর্তীতে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল