কুমিল্লার লাকসামের একটি সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলমগীর হোসেন সোহেল নামে এক মোটরসাইকেল আরোহী। ওই সড়কে ধান শুকানো হচ্ছিল। সেই ধানে পিছলে দুর্ঘটনায় শিকার হয়ে সোহেল মারা যান বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানিয়েছে, শুক্রবার উপজেলার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকায় সড়কে শুকানোর জন্য রাখা ধানে মোটরসাইকেল পিছলে একটি পিকআপে ধাক্কা লাগে। এতে আলমগীর হোসেন সোহেল নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি বলে নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক দখল করে ধান শুকানোর কাজ করছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ সড়ক দখল করে এমন কাজে দুর্ঘটনায় পড়ছে যানবাহন।
সিদ্দিক নামে এক ট্রাকচালক সড়কে ধান মাড়াই ও শুকানোকে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লাকসাম ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বলেন, কৃষকরা সড়কে ধান মাড়াই ও শুকানোর কারণে সড়কে অহরহ দুর্ঘটনা ঘটছে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা মতিন বলেন, সড়ক দখল করে ধান মাড়াই ও শুকানো বেআইনি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল