নাটোরের লালপুর থেকে ৯ ইমো হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, লালপুর থানার একটা জিডির সূত্র ধরে লালপুর থানা পুলিশ গতকাল শনিবার রাতে সোয়া দশটার দিকে উপজেলার জোতগৌরী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ইমুর মাধ্যমে প্রতারণাকালে উপজেলার গন্ডবিল গ্রামের সাহেব ইসলাম (২১), মনিহারপুরের মো. শাকিল (২২), রুবেল (২৭), চন্দন কুমার (২৩), মোহরকয়া গ্রামের সাহাবুল ইসলাম (৩৫), বাকনাই গ্রামের রবিউল ইসলাম (৪২), মহারাজপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩২), আশরাফুল ইসলাম (২৫), রাজু হোসেনকে (১৭) আটক করে পুলিশ। এ সময়ে তাদের ইমু হ্যাকিং এর কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য বিলমাড়ীয়া-দুড়দুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তিরা সফটওয়্যারের মাধ্যমে ইমু অ্যাকাউন্ট হ্যাক করে মেয়ে-পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন করে ছবি ও ভিডিও প্রদর্শন করে।
পরে প্রতারণার মাধ্যমে কৌশলে তাদের কাছে থেকে অর্থ আদায় করে। বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা সাবধানতা অবলম্বন না করলে এই ধরনের ঘটনা রোধ করা খুবই কঠিন হয়ে যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর