শেরপুরের শ্রীবরদীতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার আগে শ্রীবরদী উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
বক্তারা 'জামুকা'কে (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারখানা উল্লেখ করে বলেন, জামুকায় ঘাপটি মেরে থাকা কিছু লোক অর্থের বিনিময়ে বীর মুক্তিযোদ্ধার নামের তালিকায় অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে নাম তুলে দিচ্ছে। সম্প্রতি শ্রীবরদী উপজেলার জন্য প্রকাশিত গেজেট/ এমআইএস/সমন্বিত তালিকায় কজন অমুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হয়েছে এমন দাবি ওই সংগঠনের।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা। বক্তব্য দেন সংগঠনের সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ মো. নুরুল ইসলাম হিরু, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, হামিদুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, আজিজুর রহমান, সমশের আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল