‘জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ শ্লোগানে জেলার সৈয়দপুর উপজেলায় পালিত হয়েছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এ উপলক্ষে রবিবার দুপুর ১২টার দিকে বন বিভাগের সহযোগিতায় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, শিক্ষক আলমগীর সরকার, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক আহসান হাবীব জনি, দপ্তর সম্পাদক কুরবান আলী ও সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী প্রমুখ।
শেষে সেখানে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর