২২ মে, ২০২২ ২০:৫৬

মাংকিপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাংকিপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা

মহামারি করোনার পর এবার বিশ্বজুড়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে মাংকিপক্স নিয়ে। ইতোমধ্যে আফ্রিকা ও আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাংকিপক্স। বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয় মাংকিপক্স থেকে। 

এ অবস্থায় মাংকিপক্সের সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পাঠানোর পর রবিবার (২২ মে) বিকেলে চেকপোস্টে সতর্কতা জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, বাংলাদেশও মাংকিপক্সের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত নয় বিধায় রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্থলবন্দরের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্ক্রিনিংয়ের মাধ্যমে মাংকিপক্স সন্দেহজনক রোগী সনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং আইইডিসিআর-এ পাঠানো হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর