অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) ও নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষাবিদ রমেন্দ্রনাথ কর্মকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মজুমদার, ব্লাস্ট এর জেলা কো-অডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, এ্যাডভোকেট চিরঞ্জিব রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই কবির খোকন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, প্রশান্ত কুমার সাহা।
মানববন্ধন শেষে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নের দাবাতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এএলআরডি ঢাকার সহযোগীতায় এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ