মাংকিপক্স সংক্রমণ প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে নেয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ভারত ফেরত প্রতিটি যাত্রীকে লাইনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেকপোস্টে কর্মরত ডা. আশরাফুল ইসলামকে প্রধান করে গঠন করা হয়েছে পৃথক দুটি টিম।
মাংকিপক্স প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় এ সংক্রান্ত একটা নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত একপত্রে বেনাপোল চেকপোস্টের স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট স্বাস্থ্য ইউনিটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ভারত থেকে যাতে বিরল জীবানু নিয়ে কোনো ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য সর্তকতা নেয়া হয়েছে। ভাইরাসজনিত এ রোগ সাধারণত মৃদু অসুস্থতার কারণ ঘটায় এবং কয়েক সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে উঠে। এই ভাইরাসের কোনো টিকা এখনো আবিস্কার হয়নি। গুটি বসন্তের টিকা নেয়া থাকলে এ রোগ থেকে ৮৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। সাধারণত যৌন রোগের মত রোগটি যৌনাঙ্গের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে।
বিডি প্রতিদিন/হিমেল