শিরোনাম
২৩ মে, ২০২২ ১৩:৩২

জাহাজের ধাক্কায় ঘাটে বেঁধে রাখা নৌকার মাঝি নিহত

মোরেলগঞ্জ প্রতিনিধি:

জাহাজের ধাক্কায় ঘাটে বেঁধে রাখা নৌকার মাঝি নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে একটি জাহাজের ধাক্কায় ফারুক খলিফা (৬০) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৯ টার দিকে ঘষিয়াখালী লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক খলিফা ঘষিয়াখালী গ্রামের আলকাজ খলিফার ছেলে। 

ঘটনার সময় ফারুক খলিফা তার নৌকাটি (টাপুরে নৌকা) ঘাটে বেঁধে তার মধ্যে অবস্থান করছিলেন। ওই সময় মোংলা থেকে চট্টগ্রাম গামী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটির ওপর আঘাত করে। আঘাতে মাঝি ফারুক খলিফার মাথার খুলি ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 

নিহত ফারুক খলিফা স্থানীয় আশ্রয়ন প্রকল্পে মুজিব বর্ষের ঘরের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। জাহাজটি স্থানীয়রা আটক করেছে। 

জাহাজের পাইলট বেলায়েত হোসেন বলেন, জাহাজটি নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথেই আমরা সকলকে সতর্ক করে এবং ঘাট এলাকা থেকে সরে যাবার জন্য জাহাজের মাইকে প্রচার করি। কিন্তু ওই মাঝি হয়তো এ ঘোষণা শুনতে পায়নি।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছেছে। থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর