শিরোনাম
২৩ মে, ২০২২ ১৪:০৮

গোপালগঞ্জে শতাধিক স্কুলশিক্ষককে চোখের রোগ বিষয়ে প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শতাধিক স্কুলশিক্ষককে চোখের রোগ বিষয়ে প্রশিক্ষণ

গোপালগঞ্জে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ ফেরদৌসী, উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা সদর ও টুঙ্গিপাড়া উপজেলার ৬০টি স্কুলের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,  প্রশিক্ষণ গ্রহণের ফলে শিক্ষকরা শিক্ষার্থীদের চক্ষু রোগ সম্পর্কে সচেতন এবং লক্ষণ দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর