২৩ মে, ২০২২ ১৬:১৫
জয়পুরহাট

১৩ লাখ টাকা ছিনতাইকালে অস্ত্রসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি


১৩ লাখ টাকা ছিনতাইকালে অস্ত্রসহ আটক ৩

জয়পুরহাটে প্রকাশ্য দিবালোকে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা ব্যবস্থাপকের কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনতাইকালে ধারালো অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।জয়পুরহাট সদর উপজেলার চান্দা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। 

আটক ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন জয়পুরহাট পৌর শহরের আমতলী মহল্লার মজিবর রহমানের ছেলে মিন্টু (৪০), ধানমন্ডি মহল্লার রফিকুল ইসলামের ছেলে জোহা (৩১) ও হাজী মাদ্রাসা পাড়া মহল্লার আফজাল হোসেনের ছেলে সুমন (৩৪)।

ওসি আলমগীর জাহান জানান, গতকাল রবিবার  সকালে  ইসলামী ব্যাংকের জামালগঞ্জ  এজেন্ট  শাখা ব্যবস্থাপক আবুল হোসেন ও তার সহকারী জয়পুরহাট শহরের  ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে  জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন।  পথে চান্দা ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলের গতি রোধ করে মরিচের গুড়া চোখে ছিটিয়ে কাছে  থাকা একটি ব্যাগে ১৩ লাখ টাকা  ছিনিয়ে নিয়ে পালানোর  সময় পুলিশের  টহল দল দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করে।

আটক ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার  বিভিন্ন সড়কে নিয়মিত ছিনতাই করে আসছিলেন বলেও জানান ওসি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর