২৩ মে, ২০২২ ১৬:১৭

ফুলপুরে বোরো ধানের মাঠ দিবস

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে বোরো ধানের মাঠ দিবস

ময়মনসিংহের ফুলপুরে বোরো ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন,  সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন প্রদর্শনীর ওই  মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন  মনিটরিং অফিসার রিজওয়ানুল বারী রনি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ। ফুলপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মোট ২৩টি কৃষক দল রয়েছে। যারা ইতোমধ্যে ভালো মানের বীজ উৎপাদনে সক্ষম হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর