চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাধানগর ইউনিয়নে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বিল অঞ্চলগুলোতে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। অন্যদিকে গত শনিবার রাধানগর ইউনিয়নের বিভীষণের বিলে অস্থায়ীভাবে নির্মাণ করা বাঁধ ভেঙে যাওয়ায় সিঙ্গাবাদ পাথার এলাকায় নতুন করে পানি প্রবেশ করায় বিলে থাকা শত শত বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ধান কাটা এবং উঠা নিয়ে আশঙ্কায় রয়েছে কৃষকরা।
কৃষকরা জানায়, গত কয়েকদিন ধরে বিলে পুনর্ভবা নদীর পানি প্রবেশ করায় এবং পানির তোড়ে অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় ঘাটের উপরে থাকা প্রায় অর্ধশতাধিক ধান বোঝাই ট্রাক আটকা পড়েছে। বাঁধ ভেঙে বিলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে কৃষকগণ আতঙ্কিত হয়ে নৌকাযোগে কিছু কিছু ধান সংগ্রহ করার চেষ্টা করছে।
কৃষকদের দাবি বিল কুজাইন, সিঙ্গাবাদ পাথার ও যশইল বিভীষণ খাড়ীর ঘাটে কার্লভাট বা সেতু নির্মাণের কোনো ব্যবস্থা না করায় ধান সংগ্রহ করতে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এবিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান বলেন, পানি বৃদ্ধির কারণে বিল কুজাইন ও সিঙ্গাবাদ বিল এলাকার কৃষকদের হাজার হাজার মণ ধান বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। আর বাঁধ ভেঙে যাওয়ার কারণে কাটা ধানগুলো পরিবহন করা যাচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, রাধানগর ইউনিয়নের নতুন করে বাঁধ ভাঙার বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন