চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পাগলা নদীতে গোসল করতে নেমে ডুবে মোমিন (১২) ও আবু তাহের (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত মোমিন হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ঝাবু বাজার এলাকার মোস্তাকিম আলীর ছেলে এবং আবু তাহের হচ্ছে একই এলাকার আলাউদ্দিনের নাতি।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে কানসাট ইউনিয়নের কাঠগড় এলাকায় এই ঘটে।
কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সমবয়সী ৪ বন্ধু মিলে কানসাট এলাকায় ঘুরতে আসে এবং এক পর্যায়ে তারা ৪ বন্ধু পাগলা নদীতে গোসল করতে নেমে দুই শিশু ডুবে মারা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম