ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে এ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সোনালী ব্যাংকের সামনের সড়কে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল