ফরিদপুরের আলফাডাঙ্গায় দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত শরিফুল মোল্ল্যা (২৩) নামে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) দিবাগত রাতে ঢাকা সোহরাওয়ার্দী নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগিবারট গ্রামের সাঈদ মোল্ল্যার ছেলে।
জানা যায়, গত ২১ মে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যুগিবরাট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হুমায়ুন মোল্ল্যার পক্ষের সাথে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হুমায়ুন মোল্ল্যার পক্ষের দুই জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে শরিফুল মোল্ল্যাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা সোহরাওয়ার্দী নিউরোসাইন্স হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যুবকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পক্ষের লোকজন প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে আলফাডাঙ্গা থানার ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় দুই জন আহত হওয়ার পরে থানায় একটি মামলা হয়। আহত যুবক সোমবার দিবাগত রাতে মারা যায়। নিহতের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের ঘটনার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ