২৫ মে, ২০২২ ১৩:০৯

ধনবাড়ীর ক্রীড়া সংস্থা ভবন এখন শৌচাগার!

টাঙ্গাইল প্রতিনিধি :

ধনবাড়ীর ক্রীড়া সংস্থা ভবন এখন শৌচাগার!

ধনবাড়ী উপজেলার সকল দপ্তরের কার্যক্রম চালু থাকলেও উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের নেই কোন কার্যক্রম। ভবনটি নির্মাণের পর থেকে অরক্ষিতভাবেই রয়েছে। ভবনের চারপাশে ময়লা-আবর্জনায় স্তপ হওয়ায় এখন শৌচাগরা হিসাবে ব্যবহার করছে পথচারীরা। ছড়াচ্ছে দুর্গন্ধ। হতাশ হয়ে পড়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রেমীরা। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

স্থানীয়রা জানান, ধনবাড়ী মানেই জমিদার নবাব নওয়াব আলী চৌধুরীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা। বর্তমানে কর্তৃপক্ষের নজরদারির অভাবে সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে দেখা দিয়েছে স্থবিরতা। ক্রীড়া ও সংস্কৃতি চর্চার জন্য রয়েছে নবাবী আমলের দুটি ময়দানসহ বিশাল তিনটি মাঠ। আশেপাশের স্কুল-কলেজগুলোতেও রয়েছে বড়-বড় মাঠ।

সরেজমিনে বুধবার গিয়ে দেখা গেছে, মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডের ঈদগাঁহ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে উপজেলা ক্রীড়া সংস্থা ২য় তলা ভবনটি। দরজা তালাবন্দি ও ভবন পরিত্যক্ত। নেই কোনো কার্যক্রম। আশপাশে ময়লা-আবর্জনার স্তুপ ও জলাবদ্ধতা। টার্মিনালের বিভিন্ন পথে যাতায়াতকারীরা এসে দিবালোকে প্রস্রাব করছেন ও ধূমপান করছেন। বিভিন্ন অংশে গজিয়েছে আগাছা। নষ্ট হয়ে যাচ্ছে দরজা-জানালা ও ভবনের প্লাষ্টার। পাশের ড্রেন ও স্তুপ থেকে জন্ম নিচ্ছে মশা-মাছি। পাশের বাসিন্দারা নাক চেপে চলাচল করছেন। সংস্থাটি এখন জরাজীর্ণ। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ভবনটি ২০১২ সালে নির্মিত।  

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক মিয়া ও নিজাম উদ্দিন বলেন, ‘সংস্থার কোনো কার্যক্রম না থাকায় এখন ভবনটি পরিত্যক্ত। বাসস্ট্যান্ডের মানুষ এখানে এসে প্রস্রাব করে। স্থানীয় বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলে। দুর্গন্ধে থাকা যায় না। দিনে তো যেমন তেমন; সন্ধ্যার পর থেকেই চলে প্রস্রাবের কর্মযজ্ঞ।’

ভবনের পাশের ব্যবসায়ী আবু তারেক লাকী বলেন, ‘সুযোগ পেলেই সবাই এখানে প্রস্রাব করে। আবর্জনা ও দুর্গন্ধ থেকে বাসস্ট্যান্ড এলাকায় মশা-মাছি বেড়ে গেছে। সচেতনের জন্য সর্তক সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিলাম। রাতে কে বা কারা নিয়ে গেছে। কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় এ পরিস্থিতি।’

উপজেলা ফুটবল খেলার পরিচালক জহিরুল ইসলাম মিলন বলেন, ‘এ সংস্থার উদ্যাগে খেলারধূলার কোনো কার্যক্রম নেই। সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণে দেখা দিয়েছে স্থবিরতা। কিশোর ও যুবকরা মাদকের দিকে ঝুঁকছে। এদিকে গুরুত্ব দেয়া প্রয়োজন কর্তৃপক্ষের।’

জানতে চাইলে এ ব্যাপারে ক্রীড়াবিদ ও ধনবাড়ী মেয়র মুহাম্মদ মনিরুজামান বকল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে গঠিত হয় উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে উল্লেখ্যযোগ্য কোনো ভূমিকা নেই। ভবনটি পরিস্কার করে খেলাধূলার বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।’  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভবনের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. আসলাম হোসাইন বলেন, ‘ভবনটি পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে। সুস্থতার জন্য সবাইকে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।’


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর