২৬ মে, ২০২২ ১৮:৪৬

মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি:

মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

বিআরডিবির অঙ্গীকার স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার অঙ্গীকার- এ স্লোগানে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরের ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাজু আহাম্মেদ, যাদবপুর ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীর আহাম্মেদ, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, এআরডিও আব্দুল আল মামুন, এআরডিও এপমেট চন্দ্র বর্মন। 

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, সাবেক জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, প্রভাষক মুকুল গাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নব-নির্মিত বালিকা বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর