২৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ইমন হোসেন (১৫) নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরকে। ইমনের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম বাবুল হোসেন।
গত ৫ মে বাবার সঙ্গে উপজেলার ছাতড়ার বিলে বেড়াতে গিয়েছিলো ইমন। সে দিন বিলে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল। ভিড়ের মধ্যে বিলে ঘুরতে গিয়ে প্রতিবন্ধী কিশোরটি হারিয়ে যায়। এরপর থেকে কিশোরটি নিখোঁজ রয়েছে।
ইমনের বাবা বাবুল হোসেন বলেন, তার ছেলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ঈদুল ফিতরের দুই দিন পর গত ৫ মে ছেলেকে নিয়ে বিলে ঘুরতে যান তিনি। সেখানে ভিড়ের মধ্যে ইমন হারিয়ে যায়। ওই দিন বিকাল ৪টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমনের গায়ে ছিল কমলা রংয়ের টি-শার্ট ও কালো রংয়ের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গায়ের রং ফর্সা।
এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইমন তার পরিচয় কিংবা ঠিকানা বলতে পারে না। কোনো সহৃদয় ব্যক্তি ইমনের খোঁজ জানলে ওপরের ঠিকানায় জানানোর অনুরোধ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর