ঝালকাঠির পিপলিতা গ্রামে আবাসিক এলাকায় ইটভাটা গড়ে উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এবার সেই ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ রবিবার বেলা ১১টায় পিপলিতা গ্রামে মেরি ব্রিকফিল্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অ্যাডভোকেট খান শহিদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। ভুক্তভোগীরা বলেন, মেরি ব্রিকফিল্ডের কারণে আশপাশে তিন কিলোমিটারের মধ্যে থাকা গাছপালা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
এছাড়া ইটভাটার কালো ধোয়ায় গ্রামের শিশুদের রোগবালাই লেগেই থাকে। এলাকাবাসী অবিলম্বে এই ইটভাটা সরিয়ে নেয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর