হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টা থেকে জেলা ১ হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।
দুপুর সাড়ে ১২ টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রত্যেক স্কুল প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন।
ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলোতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা জানান, এটি মূলত নির্বাচন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা অর্জনের জন্য স্টুডেন্ট কাউন্সিলের আয়োজন করা হয়েছে। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল