টাঙ্গাইলের বাসাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে পিকআপের ধাক্কায় শাপলা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম সদর উপজেলার ভাতকুড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী। আহতরা হলেন- সদর উপজেলার ভাতকুড়া গ্রামের সাথী আক্তার (২৬) ও তারাবানু বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে পিকআপ গাড়িটি বাসাইলের দিকে যাচ্ছিল। এটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে তাদের তিনজনকে ধাক্কা দেয়। এ সময় শাপলা বেগম বিদ্যুৎতের খুঁটির সাথে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তারা তিনজন সড়কের পাশ দিয়েই হাঁটছিলেন। গুরুতর অবস্থায় অপর দু’জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম