নিত্যপণ্যের মূল্য কমানো, সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, আসন্ন বাজেটে কৃষি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ।
সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী হলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবদুস সাত্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রনজিৎ চট্টপাধ্যায়, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শামীম ইমাম, কমরেড নিতাই মন্ডল ও কমরেড নৃপেন্দ্র নাথা বাড়ৈ প্রমুখ।
বক্তারা নিত্যপণ্যের মূল্য কমানো, সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, আসন্ন বাজেটে কৃষি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং সকল গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/কালাম