বাগেরহাটের শরনখোলা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১৫ জেলেকে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী উপজেলা পরিষদ চত্বরে গরুর এসব বকনা বাছুর বিতরণ করেন।
জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে ১৫ জন জেলেকে দেওয়া প্রতিটি বকনা বাছুরের মূল্য ২৫ হাজার টাকা। শরণখোলা উপজেলা মৎস্য দপ্তরের বাস্থবায়নে প্রতি বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/নাজমুল