বাগেরহাটে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধ ভাবে ৫০০ মেট্রিক টন চাল মজুদের অপরাধে মেসার্স বরকত অটোরাইস মিলের মালিক মধু সুধন দাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই জরিমানা করেন।
একই সাথে মজুদকৃত চাল দ্রুত এই খুচরা দোকানিদের কাছে বিক্রি করতে নির্দেশ দেন। এছাড়া শহরের বিভিন্ন রাইস মিল ও গোডাউনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, হঠাৎ করে চালের বাজার অস্থির করার জন্য একটি সিন্ডিকেট অবৈধ মজুদদারি করছেন। এজন্য চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের বিভিন্ন অটোরাইস মিলে অভিযান পরিচালনা করেছি।
এর মধ্যে বিসিক শিল্প নগরীতে মধু সুধন দাস নামের মালিকানাধীন মেসার্স বরকত অটোরাইস মিলে গেল দেখা যায়, ৩ মাস ধরে ৫০০ মেট্রিক টন চাল উৎপাদন করলেও খুচরা বাজারে পাঠানোর কোন তথ্য নেই তাদের কাছে। ৫০০ মেট্রিক টন চাল উৎপাদন করে মেসার্স বরকত অটোরাইস মিলে গুদামজাত করে রেখেছে। এই অপরাধে মিল মালিক মধু সুধন দাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর