সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইনসহ হামিম হোসেন (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটককৃত হামিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সুরমানুল হকের ছেলে। র্যাব ১২ এর মিডিয়া অফিসার রিফাত-বিন-আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান চালিয়ে হামিম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা দায়েরের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম