ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের একটি বিদ্যালয়ের কক্ষ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্পা আক্তার (২৫) নামের ওই নারী আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, সম্পা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বাড়িতে ছিলেন। তারপর তাকে আর বাড়িতে পাওয়া যায়নি। বিকালে এলাকাবাসী তার লাশ বিদ্যালয় কক্ষে দেখে বাড়িতে খবর দেয়।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. জুয়েল মিয়া জানান, মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে সম্পার লাশ পাওয়া যায়। সম্পা এক সময় গ্রামের একটি কিন্ডার গার্টেনে শিক্ষিকা পদে চাকরি করতেন। তিন বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে তামাক জাতীয় গুল খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার পিতার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
আলগী বড়দিয়া আশফরদী (এবিএ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের পরিত্যক্ত একটি টিনের ঘরের দরজাবিহীন কক্ষে সম্পার লাশ পাওয়া গেছে। বিদ্যালয়ে চারতলা নতুন ভবন হওয়ার পর ওই টিনের ঘরটি ক্লাসরুম হিসেবে আর ব্যবহৃত হয় না। সম্পা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা