কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মাগুরায় শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের চৌরঙ্গী মোড় সেগুন বাগিচায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সি রেজাউল হক, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, যারা উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না, তারাই পচাঁত্তরের হুমকি দেয়। হুমকিদাতাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
এর আগে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে সমাবেশস্থল সেগুন বাগিচায় এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/কালাম