বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ টোল প্লাজায় প্রকৌশলী মো. মশিউর রহমানকে (৪২) চাপা দিয়ে পিকআপসহ পালিয়ে যাওয়া চালক ঘাতক মিজানুর রহমান (৩০) কে ১২ দিন পর গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাট মডেল থানা পুলিশ শুক্রবার রাতে জেলার মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। একই সাথে খুলনার তেরখাদা এলাকা থেকে ঘাতক পিকআপটিও (ঢাকা মেট্রো- ড- ১৪-৮১৬১) জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত পিকআপ চালক বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার আলীর ছেলে।
শনিবার দুপুরে এসপি অফিসে প্রেস ব্রিফিংএ বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এতথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংএ বাগেরহাটের পুলিশ সুপার জানান, গত ২২ মে সকালে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ টোল প্লাজায় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মশিউর রহমানকে (৪২) চাপা দিয়ে বেরিকেড ভেঙ্গে পিকআপসহ পালিয়ে যায় চালক। প্রকৌশলী মশিউরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় বাগেরহাট থানায় মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তির সহয়তা নিয়ে শুক্রবার রাতে জেলার মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে পিকআপটির হেলপার হলেও মাদক সেবন করে ওই সময় চালাচ্ছিল। পিকআপটির প্রকৃত চালক ও অপর একজন হেলপার তার পাশে বসা ছিল। একই সাথে খুলনার তেরখাদা এলাকার একটি গ্যারেজ থেকে ঘাতক পিকআপটিও জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমানকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান বাগেরহাটের পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন