আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের করা কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জে তিনটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে বিক্ষোভ সমাবেশ শোডাউনে পরিণত হয়।
আজ শনিবার দুপুর ১২টা থেকে থেকে বেলা ১টার মধ্যে জেলা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এসব পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় দলীয় কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের নেতৃত্ব শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ট্রাফিক পয়েন্ট হয়ে উকিলপাড়া এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাংঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে দুপুর সাড়ে ১২ টায় পুরাতন কোর্ট এলাকা থেকে শহরে অপর একটি মিছিল বের হয় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমানের নেতৃত্বে। এর আগে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নোমান বখত পলিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, শাহ আবু নাসের, রেজাউল আলম নিক্কু প্রমুখ।
শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে পৌরসভা চত্বর থেকে নেতাকর্মীরা সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের তত্ত্বাবধানে শহরে অপর একটি বিক্ষোভ মিছিল করেন।
তিনটি কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন