বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালে ছাত্রদলের আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা (দক্ষিণ) ছাত্রদল।
সংগঠনের সভাপতি মাহফুজুল হক মিঠুর সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক কামরুল আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক তৌহিদ আল-এমরান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, কাজী সজল, মো. নাঈম, সোহানুর রহমান সোহান ও আল-আমিনসহ অন্যান্যরা। সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল