ব্রাহ্মণবাড়িয়ার সারাইলে বাসের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাসের ধাক্কায় ঢাকা দিকে যাওয়া মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির এক আরোহীর মৃত্যু হয়। অপরজন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খাঁটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        