চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের পাশে রকেট লঞ্চঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে রেলওয়ের একটি দখল করা পরিত্যক্ত সেডে ককসিটের গোডাউনে এই আগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় সেখানকার ব্যবসায়ীরা।
তারা জানান, রকেট ঘাট সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত ঘরটিকে গোডাউন বানিয়ে অবৈধভাবে ইলিশ মাছ সরবরাহের ককসিট রেখে আলি হোসেন গাজী নামে এক ব্যক্তি ব্যবসা করতেন। তাদের ধারণা, গোডাউনে মাদকসেবীদের অসতর্কতায় অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত বলেন, রেলওয়ের পরিত্যক্ত ঘরটিতে ককসিট রেখে ব্যবসা না করার জন্য তাকে বহুবার সতর্ক করেছি। তার এই ককসিট থেকে আগেও অগ্নিকাণ্ড ঘটেছিল।
চাঁদপুর রেলস্টেশন মাস্টার শোয়েব শিকদার বলেন, আমাদের ওই পরিত্যক্ত ঘরে কেউ থাকেন না। তবে সেখানে মাছ ঘাটের ব্যবসায়ীরা ইলিশসহ অন্যান্য মাছ সংরক্ষণে ব্যবহৃত ককসিট রাখতেন। তবে পুড়ে যাওয়া ককসিটগুলো কার এবং কীভাবে আগুন লেগেছে, তা আমার জানা নেই।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগেই স্থানীয়রা ডাকাতিয়া নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মাছঘাট, স্টিমার ঘাট ও রেলস্টেশন।
বিডি প্রতিদিন/এমআই