বাগেরহাট জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতাধীন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৪০ জন ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে এই চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, সংবাদকর্মীসহ ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাগেরহাট জেলায় চলমান উন্নয়ন প্রকল্প খানজাহান বিমান বন্দর, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ, মোংলা বন্দর ড্রেজিং, শরণখোলা উপজেলার ৩৫/১ বেড়িবাঁধ নির্মাণ ও ৩৫/৩ উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে অধিগ্রহণকৃত ৪০ জন ভূমির মালিককে মোট ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৮৫১ টাকার চেক হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এমআই