কিশোরগঞ্জে কটিয়াদীতে গর্তের পানিতে পড়ে মো. ইব্রাহিম নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বনগ্রাম ইউনিয়নের পেরাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
ইব্রাহিম পেরাকান্দি গ্রামের আবু হানিফের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু ইব্রাহিম বাড়ির উঠানে খেলা করছিল। তার মা তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের চোখের আড়ালে শিশু ইব্রাহিম ঘরের বাইরে চলে যায়। একপর্যায়ে বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর সন্তানকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে বাড়ির পাশে গর্তের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর