জয়পুরহাটে ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বৈশাখী তুরি (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে এ ঘটনা ঘটে। বৈশাখী তুরি পাঁচবিবি উপজেলার নিখিল চন্দ্রের মেয়ে। সে বালিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে বৈশাখী তুরি স্কুল থেকে এসে বাড়ীর পাশে ছোট যমুনা নদীতে অন্য বান্ধবীদের সঙ্গে গোসল করার সময় সবার অজান্তে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবার স্কুলছাত্রটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩০ মিনিট পর তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম