ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে পানিতে ডুবে নয়ন দাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত নয়দ দাস জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের লিটন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু নয়নকে বাড়ীতে রেখে তার মা পার্শ্ববর্তী স্থানে খড়ি কুড়াতে যায়। এসময় বাড়ীতে লিটন দাসের বড় মেয়ে পুস্পা দাস কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটির মা বাড়ীতে এসে নয়নকে বাড়ীতে দেখতে না পেয়ে চারিদিকে খোজাখুজি করেন। পরে বাড়ীর পুকুরে নয়নের লাশ ভেসে উঠে। স্থানীয়রা শিশু নয়নকে নিয়ে ফরিদপুর হাসপাতালে যাবার পথে সে মারা যায়। নিহতের পিতা ভ্যানচালক লিটন দাস বলেন, আমি ভ্যান চালিয়ে কোন রকমে সংসার চালাই। আমি আমার সন্তানের জন্য অনেক কষ্ট করছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম