বান্দরবানে বেড়াতে এসে জারা হক (২২) নামে ঢাকার এক নারী পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বান্দরবান শহরের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে।
মৃত জারা হক, মো. নিহাল (২২) ও মো. আসিফ হোসেন (২৩) নামে তিনজন সোমবার রিসোর্টের একটি কক্ষ ভাড়া নেয়।
রিসোর্ট কর্তৃপক্ষের দাবি, তাদের রেজিস্ট্রারে জারা হকের বাড়ি ঢাকা গুলশানের সাঈদ নগর এলাকায়, মো নিহাল ও মো. আসিফ হোসেনের বাড়ি ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ায় লেখা হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. এস এম ইকবাল হোসাইন জানান, বুধবার দুপুরে জারা হক নামে এক অসুস্থ নারীকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় দেখে ঘটনাটি পুলিশকে জানায়। জারা হকের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে।
বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, বুধবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে এক নারী পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জারা হকের সঙ্গে থাকা দুই যুবককে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে।
রেজা সরোয়ার জানান, ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। দুই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু সূত্র বের করার চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই