গাজীপুরে মোবাইল ফোনে কথা বলে রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর মহানগরীর সদর থানাধীন সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম-ইমরান হোসেন (২৮)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। ইমরান স্থানীয় এক ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করতেন।
জয়দেবপুর স্টেশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের এস আই শহীদুল ইসলাম জানান, বুধবার বেলা সোয়া দুইটার দিকে জয়দেবপুর জংশন স্টেশনের আউট সিগন্যাল এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন ইমরান। এসময় নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম