ভাঙ্গা উপজেলার পৌর সদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাট ক্ষেত থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকার রিকার মুন্সীর বাড়ির পাশে মামুন শেখের পাট ক্ষেতের ভেতর ওই নারীর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মৃত ওই তরুণীর শরীরে কোন পোশাক ছিল না। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ বিকেল ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।
নিহত ওই তরুণীর নাম নুপুর সাহা (২৫)। তিনি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের নরেশ্বর রায়ের স্ত্রী। নরেশ্বর রায় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নূপুর ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোয়ালদী গ্রামের বাসিন্দা সুনীল সাহার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পাট ক্ষেতে মৃতদেহটি পড়ে থাকার খবর শুনে তিনি ও সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা সদর থেকে সিআইডি ক্রাইম সিন পরিদর্শন করি। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী তিনি বলেন, গরমের কারণে এক রাতের মধ্যেই মৃতদেহটি অর্ধগলিত হয়ে যায়। তিনি বলেন, হত্যার আগে নূপুরকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এএম