চাঁদপুরের হাজীগঞ্জে রেললাইনের পাশে গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত কৃষক ৬ নম্বর বড়কূল পূর্ব ইউনিয়নের শোনাইমুড়ী গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে কৃষক তাজুল ইসলাম (৫৬)।
বুধবার সকালে হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্বে কাজিরগাঁও এলাকায় স্থানীয়রা একটি গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ এসে গামছা বাঁধা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। প্রথমে লাশ শনাক্ত করা না গেলেও, ফেসবুকের কল্যাণে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
শোনাইমুড়ী এলাকার নাছির উদ্দিন বলেন, তাজুলের সংসার খরচ ও কিস্তি চালাতে গিয়ে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
হাজীগঞ্জ থানার ওসি মো. জোবাইদ সৈয়দ বলেন, লাশের পরিচয় নিশ্চিত হয়ে জানতে পারলাম তিনি পারিবারিক কলহ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তারপরেও আমরা রেলওয়ে পুলিশের সহযোগিতায় লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করেছি।
বিডি প্রতিদিন/এমআই