কক্সবাজারের টেকনাফে বিভিন্ন মাছঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১.২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে দুই জেলেকে একমাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফ মুন্ডার ডেইল এলাকার আমির হোছন (৪০) ও লম্বরী এলাকার কামাল হেছন (৩৩)।
আজ বুধবার টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এবং উপজেলা মৎস্য দপ্তর, টেকনাফের সার্বিক ব্যবস্থাপনায় টেকনাফ উপজেলার বিভিন্ন মাছঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১.২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
সাগরের নৌযান দিয়ে মাছ ধরার অপরাধে ২ জন মৎস্যজীবীকে প্রতিজনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী কর্মকর্তা শহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞা কালীন সাগরে মাছ শিকার করার দায়ে ২ জন জেলে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই ২০২২ পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযানকর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর