নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে প্রবেশ করে পানি খাওয়ার কথা বলে অভিনব কায়দায় গরু চুরির চেষ্টাকালে নারীসহ তিন চোর জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরের আলমপুরা হাড়ারবাড়ি এলাকার শাওন মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা।
আটককৃতরা হলেন- ঢাকার কচুক্ষেত এলাকার সাদ্দাম (৩৫), ঢাকা খিলক্ষেত থানার বড়ুয়া এলাকার রাসেল (৩৩) ও একই এলাকার লিমা (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, তারা তিন জন গরু চুরি করতে এসে জনতার হাতে আটক হন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে গরুর মালিক শাওন মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, গরু চোরদের আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পিকআপসহ তিন গরু চোরকে আটক করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর