অটোরাইচ মিলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাতকরণের দাবি জানিয়েছে মালিকরা। শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারস্থ শংকর সিটির হলরুমে সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির বিশেষ সভায় এ দাবি জানানো হয়।
সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সভাপতি শংকর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোরাইচ মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম খান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অটোরাইচ মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওসমান গণি, সুরমা অটোরাইচ মিলের স্বত্বাধিকারী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহবর তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা, আশুগঞ্জের সভাপতি জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি শাব্বির এ চৌধুরী, আসাদুজ্জামান রনি, হবিগঞ্জ জেলা সভাপতি মো. ছামির আলী, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান রাজীব, সুনামগঞ্জের মিল মালিক সমিতির নেতা আব্দুল ওয়াহিদ, ফারুকুজ্জামান চৌধুরী, জিয়াউল হক, মোঃ আব্দুল্লাহ শাকির, মোশারফ হোসেন চৌধুরী, শাহ আলম, নজরুল ইসলাম, মুকসুদ আলী, সাহেদ মিয়া তুলকাদর, সোহেল মিয়া, হাজী মো. রনু মিয়া, আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাইচ মিল মালিকদের যেসব সুযোগ পাওয়ার কথা রয়েছে, তারা তা পাচ্ছেন না। বরাদ্দকৃত চাল উৎপাদন করতে গেলে রাইচমিল মালিকদের ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে পড়তে হচ্ছে। তারা মিলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান এবং যেকোনো প্রয়োজনে সারাদেশের অটোরাইচ মিল মালিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই