নেত্রকোনার কেন্দুয়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তাজ্জত আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাজ্জত আলী উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত রূপচান মিয়ার ছেলে।
সোমবার দুপুরের দিকে বাড়ির পাশের ভেঙ্গুরা হাওরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গ্রামের এমরান মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, দুপুরে বৃষ্টিপাত শুরু হলে হাওর থেকে গরু আনতে যান কৃষক তাজ্জত আলী। এ সময় বজ্রপাতে তিনি আহত হয়ে ক্ষেতে পড়ে থাকেন।
পরে রতন মিয়া নামে অন্য এক কৃষক তাকে এই অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যান। স্বজনরা পরে তাকে পাশের তাড়াইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/এমআই