ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে মো. জাকির হোসেনের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, মো. জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের বিভিন্ন মালামাল তছনছ করা এবং চালের টিন কাটা ও গেটের তালা ভাঙা।
জাকির হোসেন জানান, চোরের দল আলমারি ও ওয়্যারড্রবের তালা ভেঙে নগদ কয়েক লাখ টাকা, স্বর্ণ, মোবাইল ফোন, শাড়ি-কাপড় ও চাল নিয়ে গেছে। জমি কেনার জন্য ব্যাংক থেকে কয়েক লাখ টাকা উত্তোলন করেছিলাম। চোরেররা বিষয়টি হয়তো কোনোভাবে জানতে পেরে আমার বাড়িতে চুরি করে। চোরের দলটি সম্ভবত স্প্রে করে আমাদের অচেতন করে এ কাজটি করেছে।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর ধরতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এমআই