প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পিটিআই এর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভীন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল নূর প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার ১০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ