ভোলায় নিয়ন্ত্রণ হারানো বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রলি চাপায় মো. ইয়াকুব (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ শনিবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বকশেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব ভোলা সদর উপজেলার নবীপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বিদ্যুতের খুটি নিয়ে একটি ট্রলি ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার পথে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বকশেআলী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় পথচারী ইয়াকুব ট্রলি চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রলিতে থাকা শ্রমিক রাজিব, মহিউদ্দিন ও সুমন আহত হয়। আহতদের বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। দৌলতখানার ওসি বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর