লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে যুবলীগ। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ওষধি গাছ রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সাবেক জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন। এ সময় যুবলীগ নেতা মো. সোহাগ পাটওয়ারীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা শেখ জামাল রিপন বলেন, কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। এই বৃক্ষ শুধু আমাদের পুষ্টি প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনবে।
বিডিপ্রতিদিন/কবিরুল